Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হাওর এলাকায় বাদাম চাষের পাইলট প্রডাকশন শীর্ষক মাঠ দিবস আয়োজন
বিস্তারিত

কিশোরগঞ্জের হাওর এলাকায় বাদাম উৎপাদনে সফলতা অর্জন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) সরেজমিন গবেষণা বিভাগ। এ উপলক্ষে  কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বালিখলা হাওরে ১৯/০৪/২০২৪ তারিখ সরেজমিন গবেষণা বিভাগ কর্তৃক হাওর এলাকায় বাদাম চাষের পাইলট প্রডাকশন শীর্ষক মাঠ দিবস আয়োজন করা হয়। উক্ত মাঠ দিবসে  উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের সম্মানীত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মাজহারুল আনোয়ার, এজেন্সি প্রোগাম ডাইরেক্টর (বারি অংগ) ড. জগদীস চন্দ্র বর্মন ও সরেজমিন গবেষণা বিভাগ, বারি, কিশোরগঞ্জ এর সম্মনীত ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ‘বারি চীনাবাদাম-৮’ জাতটি ২০০৬ সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদিত হয়। জীবনকাল রবি মৌসুমে ১৪০-১৫০ দিন এবং খরিফ মৌসুমে ১২৫-১৪০ দিন। গাছের উচ্চতা ৩৫-৪২  সেমি। প্রতি গাছে বাদামের সংখ্যা ২০-২৫টি। বাদামগুলো ‘ঢাকা-১’ জাতের মতো থোকায় থোকায় জন্মে। বীজের আকার মাঝারি, বীজের রং লালচে। ১০০ বাদামের (খোসা ছাড়ানো) ওজন ৫৫-৬০ গ্রাম । শতকরা সেলিং হার ৬৫-৭০। ফলন প্রতি হেক্টরে ২.৫ টন।

 

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
19/04/2024
আর্কাইভ তারিখ
01/01/2026