কিশোরগঞ্জে ভাসমান আধুনিক প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্র, সরেজমিন গবেষণা বিভাগ, (বিএআআই) এ আজ দিন ব্যাপি কিশোরগঞ্জে ভাসমান আধুনিক প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে সারদিন ব্যাপি কিশোরগঞ্জে ভাসমান আধুনিক প্রযুক্তির উপর মাঠ দিবস 2021 অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ড. মোঃ আক্কাছ আলী, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, গাজীপুর, ড. মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ নাজিরুল ইসলাম| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ কামরুল হাসান, পরিচালক পরিকল্পনা ও মূল্যায়ন, বিএআরআই, গাজীপুর, ড. মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার, প্রকল্প পরিচালক আর এ আর এস, বরিশাল, মোঃ আহমেদ উল্লাহ, সভাপতি বাংলাদেশ কৃষকলীগ কিশোরগঞ্জ জেলা শাখা। বক্তারা কৃষকদের উদ্দেশ্যে অল্প খরচে পানির উপর ভাসমান আধুনিক প্রযুক্তির ব্যবহার ও অতিরিক্ত আয়ের উপর কৃষকদের উৎসাহিত করা ও উপকার ভোগিদের নিয়ে বিভিন্ন ধরনের আয়মূলক কর্মকান্ডের ও ভাসমান সবজি উৎপাদনের বিশেষ নিয়ে আলোচনা করেন। কিশোরগঞ্জে ভাসমান আধুনিক প্রযুক্তির উপর মাঠ দিবসে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে দিন ব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস