ফল আর্মিওয়ার্ম, Spodoptera frugiperda Lepidoptera বর্গের Noctuidae পরিবারের একটি পোকা যা ক্ষতির বিবেচনায় বিধ্বংসী পোকা হিসেবে পরিচিত। এর আদি বাসস্থান আমেরিকা হলেও বর্তমানে এটি আফ্রিকা ও এশিয়া মহাদেশে ভুট্টা ফসলের জন্য হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। এটি ভুট্টা ছাড়াও ধান, আখ, সয়াবিন, তুলা, আলু, ফুলকপি, বাধাকপি, সরিষা, মাসকলাই ও বিভিন্ন ধরনের ফল-সবজিসহ আরও ৮০টির বেশী ফসলের ক্ষতি করে থাকে। ২০১৭ সালে এটি আফ্রিকার কয়েকটি দেশে ভুট্টার ব্যাপক ক্ষতি করে, ফলে সেখানে দূর্ভিক্ষের সৃষ্টি হয়। ২০১৮ সালে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ বিশেষত: ভারত ও শ্রীলংকায় এর আক্রমন পরিলক্ষিত হয় (Ganiger et.. 2018)। বাংলাদেশে 2018 সালের নভেম্বর মাসে প্রথম এর উপস্থিতি রেকর্ড করা হয় (IPPC,2018)।
বিগত ২৭ নভেম্বর/২০২০ তারিখে কৃষি গবেষণা উপকেন্দ্রর হলরুমে জেলার বিভিন্ন উপজেলার ৫০ জন কৃষকের মাঝে এর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সাবেক মহাপরিচালক, জনাব ইউসুফ মিয়া, প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস