ভাসমান বেডে সবজি চাষে ঝুঁকছে কৃষক
কিশোরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কৃষি গবেষণা ইস্টিটিউট ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পটির মূল উদ্দেশ্য হল যে সকল এলাকায় সারা বছর পানি এবং কছুরিপানা থাকে সে সকল এলাকাকে চাষের আওতায় আনা। বাংলাদেশ কৃষি গবেষণা ইস্টিটিউট এর সরেজমিন গবেষণা বিভাগ, কৃষি গবেষণা উপকেন্দ্র, কিশোরগঞ্জ কার্যালয়ে এ প্রকল্পটি চালু আছে। এ প্রকল্পের অধীনে কিশোরগঞ্জ সদর, নিকলী এবং করিমগঞ্জ উপজেলায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষ শুরু হয়েছে। বর্তমানে কৃষি গবেষণা উপকেন্দ্রের সামনে নরসুন্দা নদীতে ভাসমান বেডে করলা, পেয়াজ, মরিচ এবং ফুল চাষের গবেষণা করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বারি হাইব্রিড মিষ্টি কুমড়া-২ যেটা দেখতে অত্যন্ত সুন্দর ফ্যামিলি সাইজের এর চাহিদা মানুষের কাছে ব্যাপক। এর ওজন ২- ৩ কেজির মধ্যে হয়। ফলন প্রায় ২৫-৩০ টনের কাছাকাছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস